ব্লগ সংরক্ষাণাগার

মঙ্গলবার, ২৬ মে, ২০২০

হযরত আলী (ক:) প্রদত্ত দায়মুক্তি

হযরত আলী (ক:) আমীরে মু’আবিয়া (রা:)’এর বিরোধিতাসংক্রান্ত নিষ্ঠাকে স্বীকার করে বলেন:
والظاهر أن ربنا واحد و نبينا واحد و دعوتنا في الإسلام واحدة لا نستزيدهم في الإيمان بالله و التصديق برسوله و لا يستزيدوننا: الأمر واحد إلا ما اختلفنا فيه من دم عثمان و نحن منه براء.
অর্থ: (আমাদের ও সিরিয়াবাসীর মধ্যকার যুদ্ধ সম্পর্কে কারোরই ভুল ধারণা থাকা উচিৎ নয়); এটা নিশ্চিত যে, আমাদের রব (প্রভু) এক, নবী (দ:) এক, আর ইসলামের প্রতি আমাদের আহ্বানও এক। আল্লাহতে বিশ্বাস স্থাপন ও তাঁর রাসূল (দ:)’এর প্রতি প্রত্যয় পোষণ যতোক্ষণ পর্যন্ত বর্তমান, ততোক্ষণ আমরা কিছু দাবি করি না, তাঁরাও তা করেন না। আমাদের সব বিষয়ে আমরা একতাবদ্ধ, শুধু এইটুকু ছাড়া যে হযরত উসমান (রা:)’এর রক্তের (বদলার) ব্যাপারে আমরা একে অপরের সাথে ভিন্নমত পোষণ করেছিলাম। আর আমরা এ বিষয়ে দোষারোপ হতে মুক্ত। [নাহজুল বালাগাহ, ১৮৬ পৃষ্ঠা, ৫৮ নং ধর্মোপদেশ]
এই বিষয়ে যাঁরা আরো জানতে চান, তাঁরা নিচে প্রদত্ত ইংরেজি বইয়ের পিডিএফ ডাউনলোড করে পড়তে পারেন। মূল বইটির আরবী সংস্করণের পিডিএফ-ও মাহাজ্জাহ সাইটে ইমেইল করে পাওয়া যেতে পারে। লিঙ্ক:https://mahajjah.com/accusation-of-committing-a-sin/?fbclid=IwAR2PCSSGxuTLNhp2rQEbEmtUHyJL6E1-BzI4Ma9nQD59l9ZxLyUWJm1w6Co

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন